সংগীতে অভিষেক হতে যাচ্ছে বারীকন্যা এলমা সিদ্দিকীর

By স্টার অনলাইন রিপোর্ট
27 April 2018, 08:32 AM
UPDATED 27 April 2018, 14:36 PM

সংগীতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন লোকগানের স্বনামধন্য কণ্ঠশিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর একমাত্র কন্যা এলমা সিদ্দিকী।

তাঁর ‘ভালোবাসার পরে’ শিরোনামের অভিষেক অ্যালবামটিতে থাকছে দুটি গানসহ মিউজিক ভিডিও। আগামী সপ্তাহে অ্যালবামটি প্রকাশিত হবে বাংলাঢোলের ব্যানারে।

দুটি গানই লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। এর মধ্যে ‘বারান্দা মাখা ঘরে’ গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ। ‘আমি কি আর’ গানটির সুর করেছেন প্লাবন কোরেশী।

বারী-কন্যা এলমা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “২০১২ সাল থেকে অ্যালবাম করার পরিকল্পনা চলছিলো। বাবা কিংবা আমি এ ব্যাপারে তাড়াহুড়ো করতে চাইনি। বাবা ব্যস্ত ছিলেন। আমিও চাপ দিইনি। স্বতঃস্ফূর্তভাবে কাজটা এগিয়েছে। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আনন্দিত হতেন। আমার বিশ্বাস ‘ভালোবাসার পরে’ শ্রোতাদের মনে জায়গা করে নেবে।”