একটি আলিয়া-রণবীর প্রেমের গল্প!

By স্টার অনলাইন রিপোর্ট
7 May 2018, 07:35 AM
UPDATED 7 May 2018, 13:54 PM

অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ‘প্রেমের’ কথিত বিচ্ছেদ বলিউডে সৃষ্টি করেছে নতুন গুঞ্জন। তবে সেই গুঞ্জন তাঁদের বিচ্ছেদ নিয়ে নয়। সেই গুঞ্জন উঠেছে জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সিদ্ধার্থের ‘প্রেম’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর সহশিল্পী রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের ‘অভিসার’।

দ্য টাইমস অব ইন্ডিয়া-র এক খবরে আজ (৭ মে) বলা হয়, সম্প্রতি আলিয়া ভাট ও রণবীর কাপুরকে দেখা গিয়েছিল পরিচালক জয়া আখতারের বাসা থেকে বের হতে। শুধু তাই নয়, একই গাড়িতে বাড়ি ফিরতেও দেখা যায় তাঁদের।

এরপর, মহেশ ভাটের মেয়েকে ঋষি কাপুরের ছেলের সঙ্গে তাঁর কথিত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে এক ভারতীয় দৈনিককে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-অভিনেত্রী বলেন, “… রণবীরও এসব গুঞ্জনকে পাত্তা দেয় না।”

বিষয়টিকে খোলাসা করার প্রয়োজনও বোধ করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ পাসপোর্টধারী এই ভারতীয় অভিনেত্রী।

তবে বিভিন্ন সময় গণমাধ্যমে রণবীরের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আলিয়া ভাট। বলেছেন, জীবনের এই সময়ে রণবীরের সান্নিধ্য পাওয়া সত্যিই সৌভাগ্যের। আরও বলেছেন, জীবনে রণবীরের মতো এতো ভালো মানুষ আগে কখনই দেখেননি।