ভারতের হল মালিকদের ওপর নাখোশ অমিতাভ বচ্চন

By স্টার অনলাইন রিপোর্ট
7 May 2018, 08:52 AM
UPDATED 7 May 2018, 15:16 PM

গত ৪ মে মুক্তি পেয়েছে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের বহুল আলোচিত ‘১০২ নট আউট’। ছবিটি ভালোভাবে মুক্তি পেয়েছে, পেয়েছে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসাও। তবুও খুশি নন বিগ বি।

মেগাস্টারের এই নাখোশ হওয়ার কারণ হল মালিকরা না কী ছবিটির ‘বাদুম্বা’ গানটি কেটে ছোট করে দিচ্ছেন।

গানটির লিঙ্ক দিয়ে বলিউডের এই প্রধান অভিনেতা সম্প্রতি এক টুইটার বার্তায় বলেন, “অনেক চলচ্চিত্রপ্রেমী এই গানটি মিস করছেন। হল মালিকরা দয়া করে গানটি কেটে ছোট করবেন না।[twitter]
 

[/twitter]

গানটিতে অমিতাভের সঙ্গে অংশ নিয়েছেন স্বনামধন্য অভিনেতা ঋষি কাপুর।

উল্লেখ্য, পরিচালক উমেশ শুক্লার ‘১০২ নট আউট’ চলচ্চিত্রে অমিতাভের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন ঋষি। ছবিটি সৌম্য জোশির জনপ্রিয় গুজরাতি নাটকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকল