‘ডাকু’ রণবীরের ছবি প্রকাশ

By স্টার অনলাইন রিপোর্ট
7 May 2018, 10:51 AM
UPDATED 7 May 2018, 17:06 PM

‘ডাকু’ রণবীর কাপুরের প্রথম ছবি প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘সঞ্জু’-তে দর্শকরা যে রূপে দেখেছেন রণবীরকে এবার ‘শমশেরা’ চলচ্চিত্রটিতে তাঁকে দেখা যাবে ভিন্ন রূপে।

প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে ‘শমশেরা’-র ৪৫ সেকেন্ডের একটি ভিডিও টিজার গতকাল (৬ মে) টুইটারে প্রকাশিত হওয়ার পর রণবীরের নতুন লুক নিয়ে আজ ভারতীয় গণমাধ্যমে ইতিবাচক খবর ছাপা হয়েছে। খবরে বলা হয়, এই ‘রকস্টার’ অভিনেতা নিজেকে নানান রূপে তুলে ধরতে পারঙ্গম।

‘সঞ্জু’-র জীবনীচিত্রের ট্রেইলার প্রকাশের পর ডাকাত সর্দার শমশেরার চরিত্রে রণবীর আরেক চমক দেখাতে যাচ্ছেন বলেও মন্তব্য করেছে কোনো কোনো গণমাধ্যম।

[twitter]

[/twitter]

ছোট টিজারটিতে চলচ্চিত্রের নামের নিচে লেখা হয়েছে, ‘কর্ম ডাকাতি হলেও ধর্ম স্বাধীনতা’। পরিচালক করণ মালহোত্রার এই চলচ্চিত্রটি যে ইতিহাস-ভিত্তিক হবে তা টিজারটি দেখে ধারণা করা যায়। তবে তা উপনিবেশিক আমলের কোন ঘটনা তুলে ধরবে কী না তা নিশ্চিত করে বলা হয়নি।

‘ডাকু’ রণবীরে হাতে কুড়ালের পাশাপাশি রয়েছে তীর-ধনুকও। মাথায় পট্টি ও পায়ে ঘুঙর বাঁধা এই অভিনেতার পেছনে দেখা যায় তাঁর একদল অনুসারীকে। রণবীরের তীক্ষ্ণ দৃষ্টি তুলে ধরে শত্রুর বিরুদ্ধে তাঁর দৃঢচিত্ত অবস্থান।

‘শমশেরা’ সম্পর্কে রণবীর কাপুর বলেন, “আসলে এটি এমন একটি চলচ্চিত্র যার জন্যে আমি মুখিয়ে থাকি। বলিউডের বাণিজ্যিক ছবি দেখে দেখে আমি বড় হয়েছি। একজন নায়ক কেমন হওয়া উচিত তা নিয়ে আমার মনের ভেতর একটি প্রতিচ্ছবি তৈরি হয়েছে। নায়কের দায়িত্ব সম্পর্কে আমি যা ভেবে বড় হয়েছি ‘শমশেরা’ যেন তাই তুলে ধরছে।”

চলচ্চিত্রটিকে ‘চমকপ্রদ’ উল্লেখ করে রণবীর বলেন, “… আমি এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত।”