কলকাতার দ্বিতীয় ছবির ফাস্ট লুকে শাকিব খান

By স্টার অনলাইন রিপোর্ট
9 May 2018, 12:36 PM
UPDATED 9 May 2018, 19:00 PM

ফার্স্ট লুকে পাওয়া গেল ভাইজান শাকিব খানকে। আজ (৯ মে) সকালে প্রকাশ করা হয়েছে ‘ভাইজান এলো রে’ ছবিটির ফার্স্ট লুক। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি।

শ্রাবন্তী ও পায়েল রয়েছেন শাকিব খানের বিপরীতে। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু প্রমুখ।

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি। এটি পরিচালনা করেছেন পরিচালক জয়দীপ মুখার্জী। প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ।

শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং এসকে মুভিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটিতে শাকিবের ফার্স্ট লুক। ‘ভাইজান এলো রে’ চলচ্চিত্রের গল্পবোনা হয়েছে প্রায় তিন দশক আগের একটি ঘটনাকে ঘিরে।

উল্লেখ্য, কিছুদিন আগে শাকিব খান অভিনীত ‘চালবাজ’ নামে কলকাতার একটি চলচ্চিত্র সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেয়েছে। ছবিটি বেশ ভালো ব্যবসা করছে এদেশে। কলকাতার ছবি হিসেবে ‘চালবাজ’-এর পর শাকিব খানের দ্বিতীয় ছবি হচ্ছে ‘ভাইজান এলো রে’।