দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য সরাসরি দেখাবে বিটিভি

By স্টার অনলাইন রিপোর্ট
9 May 2018, 13:00 PM
UPDATED 9 May 2018, 19:21 PM

দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু ১’ উৎক্ষেপণের দৃশ্য সরাসরি দেখাবে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর রশীদ বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, “যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আইপিটিভির মাধ্যমে লাইভ স্ট্রিমিং প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু ১’ উৎক্ষেপণের দৃশ্য সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন।”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর সহযোগিতায় উৎক্ষেপণের অনুষ্ঠানটি প্রচার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের জাতীয় জীবনে এই ঐতিহাসিক ঘটনাটি বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও সরাসরি দেখা যাবে।

 

আরও পড়ুন:

বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ পর্যবেক্ষণে দর্শকদের আমন্ত্রণ জানাল কেনেডি স্পেস সেন্টার