মমতাজ, মৌসুমী রমজান জুড়ে অবহেলিত মানুষদের সঙ্গে

By স্টার অনলাইন রিপোর্ট
17 May 2018, 11:28 AM
UPDATED 17 May 2018, 18:10 PM

পবিত্র রমজান মাস উপলক্ষে এটিএন বাংলায় মাসব্যাপী প্রচার করা হবে ‘বসুন্ধরা তারকাদের রান্নাঘর’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিদিন দুপুর ৩টা ১০ মিনিটে।

আগামীকাল (১৮ মে) প্রথম রোজা থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত একই সময়ে প্রচার হবে অনুষ্ঠানটি। এটি উপস্থাপনা করছেন জান্নাতুল পিয়া এবং পরিচালনায় রয়েছেন অনন্যা রুমা।

জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ এবং চিত্রনায়িকা মৌসুমীকে একসঙ্গে দেখা যাবে এই অনুষ্ঠানে।

সমাজের অবহেলিত-অসহায়-গরিব প্রবীণ মানুষদের পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের নিয়ে স্টুডিওতে উপস্থিত হবেন এই দুই তারকা। এছাড়াও, তাদের হাতে তুলে দেওয়া হবে ঈদ উপহার।