কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া

By স্টার অনলাইন রিপোর্ট
21 May 2018, 09:21 AM
UPDATED 22 May 2018, 13:47 PM

কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসেছেন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

ইউনিসেফের এই শুভেচ্ছাদূত তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে আজ (২১ মে) বলেন, “ইউনিসেফের মাঠ পর্যায়ে পরিদর্শনের অংশ হিসেবে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছি। সেখানে শরণার্থী হয়ে আসা শিশুরা রয়েছে।”

এই সাবেক বিশ্ব সুন্দরীর ইনস্টাগ্রামে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরা হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টটির সঙ্গে লাল কোট পরিহিত প্রিয়াঙ্কা চোপড়ার একটি ছবিও জুড়ে দেওয়া হয়েছে। তাতে দেখা যায় তিনি উড়োজাহাজের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন।