কেন নতুন সিনেমায় সই করছেন না দীপিকা পাড়ুকোন?

By স্টার অনলাইন রিপোর্ট
21 May 2018, 12:20 PM
UPDATED 22 May 2018, 13:46 PM

সর্বশেষ সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’-এ অভিনয় করেছিলেন তিনি। কিন্তু তা গেলো বছরের গপ্পো। এরপর, আর কোনো নতুন চলচ্চিত্রে তাঁর সই করার খবর পাওয়া যায়নি। তাই মুম্বাইয়ের মুভিপাড়ায় প্রশ্ন উঠেছে, কেন ক্যামেরা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বলিউডের এই অন্যতম প্রতিভাবান অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, চলচ্চিত্রে দীপিকা পাড়ুকোনের এই অনুপস্থিতি নিয়ে শুধু প্রশ্নই নয় বেশ গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। কারো মতে, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর অভিনেত্রী কাঁধে ও ঘাড়ে ব্যথার কারণে নতুন কোনো চলচ্চিত্রের কাজে হাত দিচ্ছেন না।

আবার কারো মন্তব্য, এই ‘বাজিরাও মাস্তানি’ জুটি তাঁদের কথিত সম্পর্কের একটি শুভ পরিণতির প্রস্তুতি নিচ্ছেন হয়তো। কোনো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আগামী নভেম্বরে দীপিকা ও রণবীর সিংয়ের বিয়ের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই বিয়ের প্রস্তুতি হয়তো নিচ্ছেন ‘রানি পদ্মাবতী’।

তবে সম্প্রতি ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনয়ের জন্যে কোনো পছন্দ মাফিক চরিত্র পাচ্ছেন না বলেই চলচ্চিত্র থেকে এখন দূরে রয়েছেন দীপিকা।

‘ওম শান্তি ওম’-এর এই অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানায়, “তাঁর কাঁধে বা ঘাড়ে ব্যথা থাকলেও তা দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যদি বিয়ের প্রসঙ্গ আসে তাহলে বলবো, বিয়ের জন্যে দীপিকার পেশাগত জীবন থেমে থাকার কোনো কারণ নেই।”

“দীপিকা কোনো নতুন চলচ্চিত্রে সই করছেন না কারণ তিনি কোনো যুতসই চরিত্র পাচ্ছেন না। বড় বড় অভিনেতাদের সঙ্গে ছবি করার প্রস্তাব রয়েছে, তবে সেগুলো কোনোটাই ‘পদ্মাবত’-এর মতো আকর্ষণীয় নয়।”

সূত্র আরও জানায়, “দীপিকা এখন ক্যারিয়ারের এমন পর্যায়ে এসেছেন যেখানে দাঁড়িয়ে তিনি কোনো গতানুগতিক চরিত্রে অভিনয় করতে চাচ্ছেন না। এখন তাঁর জন্যে চিত্রনাট্যগুলো এমন হতে হবে যেখানে অভিনেত্রীর পাশাপাশি অভিনেতারও শক্তিশালী ভূমিকা থাকবে।”

এছাড়াও, দীপিকার পারিশ্রমিক একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন তিনি বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া একজন অভিনেত্রী। খবরে প্রকাশ, ‘পদ্মাবত’ ছবিতে সহকর্মী শহিদ কাপুর এবং রণবীর সিংয়ের চেয়েও বেশি পারিশ্রমিক দিতে হয়েছে দীপিকাকে।

কিন্তু, পুরুষ-শাসিত বলিউডে প্রযোজকরা অভিনেতার চেয়ে অভিনেত্রীকে বেশি পারিশ্রমিক দিতে এখনো রাজি নন। আর এসবের প্রভাব এসে পড়েছে দীপিকার ওপরেও।

আরও পড়ুন:

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে নভেম্বরে?