বাপ্পা-তানিয়ার আবার বিয়ে

By স্টার অনলাইন রিপোর্ট
22 May 2018, 12:14 PM
UPDATED 22 May 2018, 18:18 PM

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং অভিনেত্রী-উপস্থাপক তানিয়া হোসাইনের বাগদান হয়েছে। গত ১৬ মে রাজধানীর পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বাগদান সম্পন্ন হয়।

আংটি বদলের একটি ছবি ২০ মে রাতে তানিয়া হোসাইন তাঁর ফেসবুক পেজে পোস্ট করেন। এটি তাঁদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

পরিচালক দেবাশীষ বিশ্বাসের সঙ্গে তানিয়া হোসাইনের বিয়ে হয় ২০১০ সালের ৩০ মার্চ। বিয়ের কিছুদিন পর তাঁদের বিচ্ছেদ হয়। বাপ্পা মজুমদার অভিনেত্রী চাঁদনীকে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। বিয়ের নয় বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়।

তানিয়া হোসাইন জানান, “দুজনার আংটি বদল হয়েছে এটা সত্য। বাকিটা কিছুদিন পরে বলবো। দুই পরিবারের মানুষজন নিয়ে সব ঠিক করবো- এর বেশি আর কিছু বলতে চাই না।”