খানদের মধ্যে সালমান এগিয়ে!

By স্টার অনলাইন রিপোর্ট
23 May 2018, 09:58 AM
UPDATED 24 May 2018, 14:30 PM

বলিউডে খানদের রাজত্ব বিস্তারের যে প্রতিযোগীতা রয়েছে সেখানে এগিয়ে আছেন সুপারস্টার সালমান খান। চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গণে তাঁর সরব উপস্থিতিই এই এগিয়ে থাকার মূল কারণ।

বলিউড লাইফের এক খবরে বলা হয়েছে, অভিনয়ের পাশাপাশি গান গাওয়াতেও পারদর্শী ভাইজান সালমান। এছাড়াও, তাঁর রয়েছে চিত্রনাট্য লেখার ক্ষমতা।

শুধু তাই নয়, এই ‘টাইগার’ খানের চলচ্চিত্র প্রযোজনা করার খবর সবারই জানা। কিন্তু, সম্প্রতি চলচ্চিত্র পরিবেশনার কাজে নামার ঘোষণা দেওয়ায় যেন সিনেমার ‘ষোল কলা’ পূর্ণ করতে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, সালমান খান তাঁর অভিনীত ও প্রযোজিত ‘রেস ৩’-এর পরিবেশনার দায়িত্ব নিয়েছেন। এখন থেকে সালমানের প্রযোজিত সব চলচ্চিত্রের পরিবেশনার কাজও করা হবে তাঁর ব্যানারে। তবে পরিবেশনার বিষয়টি দেখভাল করবেন তাঁর বাবা সালিম খান।

তাই ভারতীয় গণমাধ্যমের মন্তুব্য, চলচ্চিত্র শিল্পের সঙ্গে সালমানের গভীর সম্পর্কের ভিত্তিতেই তিনি হারিয়ে দিয়েছেন বলিউডের আর সব খান পদবীধারী মহাতারকাদের। কেননা, অন্য খানেরা অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের আর সব শাখায় তেমন বিচরণ করছেন না।

আরও পড়ুন:

গীতিকার হলেন সালমান খান, শিল্পী তাঁর প্রেমিকা