গীতিকার হলেন সালমান খান, শিল্পী তাঁর প্রেমিকা

By স্টার অনলাইন রিপোর্ট
24 May 2018, 07:59 AM
UPDATED 24 May 2018, 14:28 PM

বলিউডের শীর্ষ অভিনেতা সালমান খান এখন গীতিকারও বটে। এই প্রথম গান লিখলেন তিনি। ‘সেলফিশ’ শিরোনামের সেই গানটি সালমান লিখেছেন তাঁর নির্মিতব্য ‘রেস ৩’ চলচ্চিত্রের জন্যে। ধারণা করা হচ্ছে, গানটি গাবেন আতিফ আসলাম এবং ইউলিয়া ভান্তুর।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে আজ (২৪ মে) এ কথা জানানো হয়। রোমান্টিক এই গানটি আগামীকাল প্রকাশিত হবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ‘রেস ৩’-এর কলাকুশলীদের সঙ্গে এ বিষয়ৈ আলোচনা করার পর এক টুকরো কাগজ নিয়ে গানটি লিখে ফেলেন ভাইজান। এরপর, এতে সুর দেন সংগীতপরিচালক বিশাল মিশ্র।

গানটি তৈরি হয়ে গেছে বলেও জানানো হয় প্রতিবেদনটিতে। আরও বলা হয়, সম্ভবত আতিফ আসলাম এবং সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরের কণ্ঠে শোনা যাবে এটি।

রেমো ফার্নান্দেজ পরিচালিত ‘রেস’ সিরিজের তৃতীয় কিস্তিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন সাকিব সালিম, ডেইজি শাহ, অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ প্রমুখ।

আসন্ন ঈদ উপলক্ষে আগামী ১৫ জুন ‘রেস ৩’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

খানদের মধ্যে সালমান এগিয়ে!