ভাঙল অর্জুন রামপাল-মেহের জেসিয়ার ঘর

By স্টার অনলাইন রিপোর্ট
28 May 2018, 12:26 PM
UPDATED 28 May 2018, 18:30 PM

প্রায় বিশ বছরের সংসার। তারপরও জয়ী হলো ভাঙনের সুর। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভেঙে গেলো বলিউডের অন্যতম পুরনো সংসার।

আজ (২৮ মে) এক যৌথ ঘোষণার মাধ্যমে অবসান হলো অভিনেতা অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার দীর্ঘ বৈবাহিক সম্পর্কের। দুজনের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়, একটি যৌথ বার্তায় অর্জুন-মেহের তাঁদের ভক্তদের জানান, “গত ২০ বছরের দীর্ঘ ও সুন্দর সফরের পর বোঝা গেলো এখন থেকে আমাদের দুজনের পথ দুটি দিকে সরে গেছে। সেই সফরে রয়েছে চমৎকারসব স্মৃতি আর নিখাদ ভালোবাসা।”

ভালোবাসার স্নিগ্ধতায় নতুন দিনগুলো কাটানোর আশাবাদও ব্যক্ত করা হয় সেই বার্তায়। সেই পুরনো দিনগুলোর মতোই প্রিয়জনদের প্রতি ভালোবাসা অটুট রাখারও প্রত্যয় প্রকাশ করা হয় এতে।

উল্লেখ্য, ১৯৮৮ সালে অভিনেতা অর্জুন এবং সাবেক মিস ইন্ডিয়া ও মডেল মেহের বিয়ে করেন। এই দম্পতির দুই মেয়ে রয়েছে- মাহিকা (১৬) এবং মিরা (১৩)।