ঈদে এক চ্যানেলেই ২০ ছবি, শাকিব খানের ১২

By স্টার অনলাইন রিপোর্ট
29 May 2018, 08:13 AM
UPDATED 29 May 2018, 15:07 PM

আসন্ন ঈদে ২০টি বাংলা সিনেমা প্রচার করবে এটিএন বাংলা। দশদিনব্যাপী ঈদ আয়োজনে তারা প্রচার করবে এই সিনেমাগুলো। এর মধ্যে রয়েছে দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ এবং সারোয়ার হোসেনের ‘খাস জমিন’।

সে সময় সেই তিনটি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে। ছবি তিনটি ঈদের দ্বিতীয়, তৃতীয় এবং অষ্টম দিনে বেলা ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে।

Dhaka Attack
‘ঢাকা অ্যাটাক’

বাকি ১৭টি সিনেমা হলো: ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’, রাজু চৌধুরীর ‘প্রিয়া আমার জান’, এস এ হক অলিকের ‘আরো ভালো বাসবো তোমায়’, ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’, বদিউল আল খোকনের ‘হিরো দ্য সুপারস্টার, ‘মাই নেম ইজ খান’ এবং নিস্পাপ মুন্না’, এফ আই মানিকের ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, শাহাদাৎ হোসেন লিটনের ‘জোর করে ভালবাসা হয়না’ এবং ‘প্র্রেমে পড়েছি’।

Purno Doirgho Prem Kahini
পরিচালক সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এছাড়াও, ওয়াকিল আহমেদ এর ‘কত স্বপ্ন কত আশা’, সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘ওয়ার্নিং’ এবং ‘ভালোবাসা এক্সপ্রেস’, অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম ২’, সাফি ইকবালের ‘প্রেম মানেনা বাধা’, এবং মোহাম্মদ হোসেন জেমী’র ‘কিং খান’।

উল্লেখ্য, এই ১৭টি সিনেমার মধ্যে ১২টি সিনেমাতে অভিনয় করেছেন শাকিব খান।