‘না জেনে নারায়ণগঞ্জ’

By স্টার অনলাইন রিপোর্ট
31 May 2018, 08:17 AM
UPDATED 31 May 2018, 14:45 PM

ফরিদুর রেজা সাগর-এর ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘না জেনে নারায়ণগঞ্জ’। সিরিজটি পরিচালনার পাশাপাশি এবারও ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

আট পর্বের এ সিরিজে আরও অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

নানা রহস্য ও রোমাঞ্চকর ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যাবে সিরিজের এবারের পর্ব ‘না জেনে নারায়ণগঞ্জ’-এর ঘটনা প্রবাহ।

ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন চ্যানেল আইয়ে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে প্রচারিত হবে এটি।