কর্ণিয়ার জন্য গোলাপ হাতে আসিফ!

By স্টার অনলাইন রিপোর্ট
31 May 2018, 08:41 AM
UPDATED 31 May 2018, 14:45 PM

আসিফ আকবর কেন গোলাপ নিয়ে কর্ণিয়ার হাত ধরে আছেন?- এর উত্তর মিলবে আজ (৩১ মে)। এটি গানের মিউজিক ভিডিওর একটি দৃশ্য। তাঁদের নতুন গান ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ প্রকাশিত হচ্ছে আজ সন্ধ্যায়।

গানটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন, সুর করেছিলেন নাজির মাহমুদ আর সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

তাঁদের একসঙ্গে গাওয়া প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ শ্রোতা মহলে প্রশংসিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুজন।

আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ‘কি করে তোকে বোঝাই’ গানটি অনেক পছন্দ করেছেন শ্রোতারা। আশা করি, নতুন গানটিও তাঁরা পছন্দ করবেন। কর্ণিয়া অনেক ভালো গায়। এ গানটিও সবার প্রিয় হবে- এমনটিই আশা।”

কর্ণিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তাঁর কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। একটি চমৎকার ভিডিও হয়েছে। আজ থেকে সবাই গানের ভিডিওটি দেখতে পাবেন।”

ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।