যৌনকর্মীর চরিত্রে অপর্ণা

By স্টার অনলাইন রিপোর্ট
1 June 2018, 08:26 AM
UPDATED 1 June 2018, 21:35 PM

নাটকে একজন যৌনকর্মী মালতীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপর্ণা ঘোষকে। নাটকটি আজ (১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

‘মালতী’ নামের নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা; লিখেছেন আহাসান হাবিব সকাল।

অপর্ণা ঘোষ ছাড়াও এতে অভিনয় করেছেন মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, অনুভব মাহাবুব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন খান, নিশু প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে মালতী একজন যৌনকর্মী- সৎ মায়ের ঘরে বেড়ে ওঠা মেয়ে। সংসারে উপার্জনের মানুষ নেই। তাই সুন্দর-স্বাভাবিক জীবন থেকে ছিটকে পরে নাম লিখিয়েছেন যৌনকর্মীদের তালিকায়। সাথে যুক্ত হয় কয়েকজন দালালের একটি দুষ্টচক্র।

মালতীকে একটি বাসায় একজন পাগলকে সময় দিতে যেতে হয়। ছেলেটি একটি মেয়েকে ভালোবাসতো যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দিবে কিন্তু মালতীকে কয়েক মাস পাগলের সাথে থাকতে হবে। এদিকে সম্রাট নামে একজন মালতীকে ভালোবাসে। মালতী বলতেই সে পাগল। তাই সম্রাট বিয়ের বাজার করে মালতীর সামনে এসে দাঁড়ায়। এখন কী করবে মালতী?