আবার একসঙ্গে তাঁরা

By স্টার অনলাইন রিপোর্ট
3 June 2018, 10:04 AM
UPDATED 3 June 2018, 16:11 PM

আসন্ন ঈদে জনপ্রিয় মডেল নোবেল আর অভিনেত্রী জাকিয়া বারী মমকে দেখা যাবে ‘অচেনা অতিথি’ নামের একটি নাটকে।

রিয়াজুল আলম শাওনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।

সূত্র জানায়, নাটকটি আসছে রোজার ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে। এটি দেখানো হবে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৩৫ মিনিটে।

এর আগে নোবেল ও মম জুটি বাঁধেন ‘ছায়া’ নামের একটি নাটকে। বিপাশা হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছিলেন তানিয়া আহমেদ। সেই ধারাবাহিকতায় এবারও ঈদে জুটি হলেন মডেল নোবেল এবং অভিনেত্রী মম।