কী কথা বললেন শাকিব-বুবলী?

By স্টার অনলাইন রিপোর্ট
10 June 2018, 09:21 AM
UPDATED 10 June 2018, 15:26 PM

শাকিব খান আর বুবলী নিজেরা নিজেরা কথা বললেন। তা জানা যাবে ঈদের দিন বিকালে। একটি টেলিভিশন অনুষ্ঠানে দুজনই উপস্থাপক, আবার দুজনই অতিথি।

‘শাকিব খানের সাথে’ শিরোনামের এই অনুষ্ঠানটির শুটিং হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে মনোরম লোকেশনে। দুজনে বলেছেন তাদের তারকা হওয়া, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, জুটি হওয়ার প্রসঙ্গসহ নানান কথা।

বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে ঈদের দিন বিকেল সোয়া ৫টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।

এছাড়াও, ঈদে এই জুটির দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। একটি হলো উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, অন্যটি আশিকুর রহমান পরিচালিত ‘সুপারহিরো’।