মাদকের বিরুদ্ধে সঞ্জয় দত্তের লড়াই!

By স্টার অনলাইন রিপোর্ট
10 June 2018, 13:59 PM
UPDATED 10 June 2018, 20:10 PM

‘সঞ্জু’ চলচ্চিত্রের ‘কর হর ময়দান ফতেহ’ গানের ভিডিও

বলিউডের নতুন সিনেমা ‘সঞ্জু’-র মুক্তি পাওয়া নতুন গানে দেখা যায় মাদকের বিরুদ্ধে স্বনামধন্য অভিনেতা সঞ্জয় দত্তের ভয়াবহ লড়াইয়ের চিত্র।

গতকাল (৯ জুন) ইউটিউবে প্রকাশিত ‘কর হর ময়দান ফতেহ’ গানের মাধ্যমে বলিউডের ‘খলনায়ক’-এর ‘সব যুদ্ধে জয়ী’ হওয়ার কাহিনি তুলে ধরা হয়েছে।

গীতিকার শেখর অস্তিত্বের লেখা এই গানটিতে সুর দিয়েছেন বিক্রম মনট্রস। গানটি গেয়েছেন সুখবিন্দর সিং এবং শ্রেয়া ঘোষাল।

রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের জীবনীচিত্র ‘সঞ্জু’-তে মুন্নাভাইয়ের নামভূমিকায় অভিনয় করে বলিউডপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছেন রণবীর কাপুর। ছবিটির ট্রেলারে রণবীরকে দেখে দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল- ‘কে আসল সঞ্জয়?’

তিনি সদ্য প্রকাশিত গানটিতে সঞ্জয়ের জীবনে মাদকের মরণ ছোবল থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘটনা বেশ আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছেন।

‘সঞ্জু’-তে আরও অভিনয় করেছেন আনুশকা শর্মা, দিয়া মির্জা, ভিকি কুশল, পরেশ রাওয়াল, মণীষা কৈরালা প্রমুখ। এটি আগামী ২৯ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।