দীপিকা পাড়ুকোনের বাড়িতে ভয়াবহ আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
13 June 2018, 13:41 PM
UPDATED 13 June 2018, 19:49 PM

বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট ভবনে আজ (১৩ জুন) দুপুরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

মুম্বাইয়ের ওরলির প্রভাদেবী এলাকায় বুমঁদে টাওয়ারের ৩৩ তলায় এ দুর্ঘটনা ঘটে। আর ‘পদ্মাবত’ অভিনেত্রী থাকেন সেই টাওয়ারের ২৬ তলায়।

এক টুইটার বার্তায় দীপিকা পাড়ুকোন বলেন, “আমি নিরাপদে রয়েছি। সবাইকে ধন্যবাদ। আমাদের দমকল বাহিনীর সদস্যদের জন্যে প্রার্থনা করুন। কেননা, তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করছেন।”

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, স্থানীয় সময় দুপুর ২ টা ১০ মিনিটের দিকে অ্যাপার্টমেন্ট ভবনটির সবচেয়ে উঁচু তলায় আগুন লাগে। এর পরপরই আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

এদিকে, আগুন নেভানোর কাজে দমকল বাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও নিয়োজিত রয়েছে বলে মুম্বাই পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়।