অঞ্জন দত্ত, বেলা বোস ও মিথিলা

By স্টার অনলাইন রিপোর্ট
14 June 2018, 08:32 AM
UPDATED 14 June 2018, 14:36 PM

কলকাতার স্বনামখ্যাত অভিনেতা, কন্ঠশিল্পী-নির্মাতা অঞ্জন দত্ত’র মুখোমুখি হবেন মিথিলা। তাদের দেখা যাবে ঈদের বিশেষ আয়োজন ‘বেলা বোস তুমি পারছ কি শুনতে’ অনুষ্ঠানে।

বাংলাভিশনের ঈদ আয়োজনের বিশেষ অনুষ্ঠানটি অঞ্জন দত্তের জনপ্রিয় গানের লাইন- ‘বেলা বোস তুমি পারছ কি শুনতে’ থেকেই নামকরণ করা হয়েছে। এতে থাকবে দুজনের একান্ত আলাপ।

আরও থাকবে অঞ্জন দত্তের গান, সিনেমা ও নানা জানা-অজানা বিষয়। মিথিলার সঞ্চালনায় এতে উঠে আসবে অঞ্জনের আত্মজীবনীমূলক বই ‘অঞ্জনযাত্রা’-র কথাও। এক ঘণ্টার এই অনুষ্ঠানে অঞ্জন খোলামেলা কথা বলবেন এসব নিয়ে। থাকবে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।

অনুষ্ঠানটি বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন বিকাল সোয়া ৫টায় প্রচারিত হবে।