‘বদলা’-র জন্যে হাত মেলালেন অমিতাভ, শাহরুখ

By স্টার অনলাইন রিপোর্ট
18 June 2018, 06:00 AM
UPDATED 18 June 2018, 12:10 PM

আগেই খবর বেরিয়েছিল যে সুজিত সরকারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘পিঙ্ক’-এর অমিতাভ বচ্চন এবং তাপসি পান্নুকে আবারও এক সঙ্গে দেখা যাবে পরিচালক সুজয় ঘোষের নতুন ক্রাইম-থ্রিলার ‘বদলা’-য়।

এখন নতুন খবর হলো, সেই ‘বদলা’ বানাতে হাত বাড়িয়েছেন শাহরুখ খানও। তিনি ছবিটিতে থাকবেন প্রযোজক হিসেবে। এর আগে বিগ বির সঙ্গে বলিউড বাদশাহ হাত মিলিয়ে ছিলেন বিবেক শর্মার হরর কমেডি ‘ভূতনাথ’-এ।

একটি স্প্যানিশ মুভির ওপর ভিত্তি করে তৈরি হতে যাওয়া ‘বদলা’-র শুটিং চলছে যুক্তরাজ্যের গ্লাসগোতে। সেখান থেকে পরিচালক সুজয় ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিররকে বলেন, “যখন আপনি বিগ বি অমিতাভকে আপনার সঙ্গে পাবেন তাহলে মনে করবেন যুদ্ধে আপনার জয় অর্ধেক নিশ্চিত।… এরপর আমার আনন্দ দ্বিগুণ বেড়ে গেলো, যখন জানতে পারি শাহরুখ খানও এ কাজে হাত মিলিয়েছেন প্রযোজক হিসেবে।”

গণমাধ্যমটির আজকের (১৮ জুন) প্রতিবেদনে বলা হয়, বলিউড শাহেন শাহ গত ১৬ জুন ইউনিটে যোগ দিয়েছেন।