‘বড়ছেলে’-র পর ‘বুকের বা পাশে’

By স্টার অনলাইন রিপোর্ট
19 June 2018, 06:42 AM
UPDATED 19 June 2018, 12:54 PM

‘বড়ছেলে’-খ্যাত পরিচালক মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় আজ (১৯ জুন) দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘বুকের বা পাশে’।

এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন, লুৎফর রহমান জর্জ, সুষমা সরকার, শেলী আহসান প্রমূখ।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে ফারিনের সাথে রাশেদের প্রথম দেখা ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময়। পাশাপাশি সিট তাদের। এক সময় পরিচয় হয় ওদের। আদনানের আগেই নেমে যায় ফারিন। তারপর হাত মিলিয়ে ফোন নাম্বার বিনিময় করে চলে যায় সে। আদনান নিজের সেই হাতটা বুকের বা পাশে রেখে মৃদু হাসে। এরপর, দুজন চলে যায় যার যার বাড়িতে।

আদনান অপেক্ষা করে ফারিনের ফোনের। দুদিন পর আসে সেই কাঙ্খিত ফোনকল। এক সময় ফারিনকে নিয়ে নিজের বাড়িতে আসে আদনান। ওদের আন্তরিকতায় ফারিনও মুগ্ধ। এক সময় আদনানকেও ফারিন নিয়ে আসে ওদের বাড়িতে। পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে।

ফারিনের বাবা আদনানের উপর ভরসা করে। ওকে জানায়, সামনেই ফারিনের বিয়ে। আদানান যেন বিয়ের সময় ওদের পাশে থেকে সহযোগিতা করে। হতবাক হয়ে বুকের বা পাশে হাত রেখে চলে আসে আদনান।