এক হলেন বাপ্পা-তানিয়া

By স্টার অনলাইন রিপোর্ট
24 June 2018, 10:19 AM
UPDATED 24 June 2018, 16:23 PM

ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এবং উপস্থাপিকা তানিয়া হোসাইন বিয়ের আনুষ্ঠানিকতা। ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে খুব ছোট পরিসরে অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনা।

গতকাল (২৩ জুন) সেখানে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনয় ও সংগীতজগতের ঘনিষ্ঠজনরা। এর আগে গত ১৬ মে রাতে ঘরোয়াভাবে বাপ্পা ও তানিয়ার আংটিবদল অনুষ্ঠান হয়। আংটিবদলের একটি ছবি ২০ মে রাতে তানিয়া তার ফেসবুক পেজে পোস্ট করেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৩০ মার্চ চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়।

অন্যদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। দীর্ঘ নয় বছর সংসারজীবনের পর বিচ্ছেদ হয় তাদের।