অপূর্ব আবার তিশার সঙ্গে

By স্টার অনলাইন রিপোর্ট
12 July 2018, 09:19 AM
UPDATED 12 July 2018, 15:25 PM

আসছে ঈদুল আজহার জন্য একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন জিয়াউল ফারুক অপূর্ব এবং তানজিন তিশা।

‘তুমি আমার হবে’ শিরোনামের এই নাটকটি পরিচালনা ও রচনা করেছেন এস এ হক অলিক। ইতোমধ্যে নাটকটির দৃশ্যায়ন শেষ হয়েছে।

নাটকটিতে অপূর্বকে দেখা যাবে ফুয়াদ এবং তানজিন তিশাকে দেখা যাবে সীমানা চরিত্রে।

অপূর্ব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অলিক ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। যেহেতু তিনি নিজে গল্প লিখেন, তাই নিজের মতো করেই যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। যথারীতি এই নাটকের ক্ষেত্রেও তাই হয়েছে।”

তানজিন তিশা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নাটকটির গল্প আমার ভালো লেগেছে। গেলো রোজার ঈদের আগে অপূর্ব ভাইয়ার সঙ্গে ‘জীবন’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। সেটির জন্য এখনো বেশ সাড়া পাচ্ছি।”

এই নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আশা করেন তিশা।

প্রেম ভালোবাসা চিরন্তন ব্যাপার। কিন্তু ‘প্রেম’ নামক সম্পর্কের কারণে একে অন্যকে শুধু চাইলেই হবে না। পরিবারের দিক ভেবে নিজেকে যোগ্য করে তুলে তারপরই নিজেদের সম্পর্কের পরিণতি ঘটাতে হবে। এমনই বিষয়ই ‘তুমি আমার হবে’ নাটকটিতে তুলে ধরা হয়েছে।