‘সম্পর্ক’ নিয়ে প্রিয়াঙ্কার ভাষ্য

By স্টার অনলাইন রিপোর্ট
15 July 2018, 09:13 AM
UPDATED 15 July 2018, 15:20 PM

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাসের ‘সম্পর্ক’ নিয়ে আভাসে, ইঙ্গিতে অনেক কথা বললেও স্পষ্ট করে কোনো কিছু বলছেন না তিনি।

সম্প্রতি, পিপল ম্যাগাজিনের মুখোমুখি হয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। ‘প্রেমিক’ নিককে নিয়ে তার ভারত সফর সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, “আমরা একে অপরকে জানার চেষ্টা করছি। আমি মনে করি, তার (নিক) জন্যে এটি একটি চমৎকার অভিজ্ঞতা ছিল।”

বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করে জাতিসংঘের এই বিশেষ শুভেচ্ছাদূত বলেন, “আমার জীবনটা ভ্রমণের ভেতর দিয়েই কেটে যাচ্ছে। প্রতি দুই সপ্তাহ পর পর আমাকে কোনো একটি নতুন জায়গায় যেতে হয়।”

ভ্রমণের সময় পরিবার বা বন্ধুদের অনেকেই তার সঙ্গে থাকেন উল্লেখ করে ‘আন্দাজ’-অভিনেত্রী বলেন, “কাউকে সঙ্গে নিয়ে ভ্রমণ করাটা আমার জীবনে খুবই স্বাভাবিক।”

উল্লেখ্য, গত বছর নিউইয়র্কে মেট গালা অনুষ্ঠানে পপতারকা নিক জোনাসের সঙ্গে পরিচয়ের পর থেকে বেশ ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। এরপর, বিভিন্ন সংবাদমাধ্যমে নিক-প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন উঠে।

একটি পারিবারিক অনুষ্ঠানে নিকের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার পর প্রিয়াঙ্কা তার ‘প্রেমিক’ নিককে নিয়ে ভারতে আসেন এবং তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তবে তাদের কথিত সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলা হয়নি।