প্রভার যাপিত জীবনের গল্প

By স্টার অনলাইন রিপোর্ট
19 July 2018, 06:31 AM
UPDATED 19 July 2018, 12:36 PM

যাপিত জীবনে একসময় শুধু যাপনটাই থাকে জীবনটা আর থাকে না। এমনই যাপিত জীবনের গল্প নিয়ে নাটক ‘কুয়াশায় ঘেরা’।

নাটকটি আগামীকাল (২০ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে এনটিভিতে।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন গৌতম কৈরী, পরিচালনায় রয়েছেন ইয়ামিন জুয়েল। এতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, এফ এস নাঈম, মাজনুন মিজান, শামস সুমন প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে আইরিন (প্রভা) আর রেজা (নাঈম) তাদের সংসারজীবন শুরু করেছেন নয় বছর আগে। তার আগে দুই বছরের প্রেমের অধ্যায় ছিলো। নয় বছরের সংসারজীবনে যুক্ত হয়েছে তাদের ছোট মেয়ে নীল।

এই দম্পতির বর্তমান জীবন বেশ জটিল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের মধ্যে এখন কেবল যাপনটাই আছে, জীবনটা যেন আর নেই। এছাড়াও, আইরিনের জীবনে ঢুকে যায় অন্য কেউ। এগিয়ে যায় যাপিত জীবনের গল্প।