‘সেন্টিমেন্টাল’ জাহিদ হাসান

By স্টার অনলাইন রিপোর্ট
20 July 2018, 05:35 AM
UPDATED 20 July 2018, 11:39 AM

সেলিম খুব ভালো ছেলে। তবে আবেগী ও মাথা গরম। কথায় কথায় রেগে যাওয়া তার অভ্যাস। পরে আবার এর জন্য অনুশোচনাতেও ভোগেন তিনি। তবে, তার এ সেন্টিমেন্টোল স্বভাব কিছুতেই পাল্টাতে পারেন না। এ কারণে পরিবার, প্রেমিকা থেকে শুরু করে সবাই তার উপর মহা বিরক্ত।

একবার এক বন্ধুর বিয়েতে গিয়ে ছোট একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এতে সেলিম সেন্টিমেন্টাল হয়ে পড়ে। এ ঘটনায় বিয়ে ভেঙ্গে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।

এমন গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘সেন্টিমেন্টাল সেলিম’। নাটকে সেলিম চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন তানজিকা, সাজু খাদেম, নাফিসা কামাল ঝুমুর, আরফান, মনসুর আলী, ফেরদৌসী আহমেদ লিনা, নদী, তাসনুভা এলভিন প্রমুখ।

নাটকটি আরটিভিতে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে।