শম্পা রেজার সঙ্গে রাফি হোসেন

By স্টার অনলাইন রিপোর্ট
22 July 2018, 10:49 AM
UPDATED 22 July 2018, 16:54 PM

এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’-র ৪৯তম পর্ব আজ (২২ জুলাই) রাত ৯টায় প্রচারিত হবে। অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়েছেন দ্য ডেইলি স্টারের শোবিজ ম্যাগাজিন ও পাক্ষিক আনন্দধারা-র সম্পাদক রাফি হোসেন এবং অভিনেত্রী, সংগীতশিল্পী শম্পা রেজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য।

অতিথি দুজন তাদের বন্ধুত্ব ও স্মৃতি নিয়ে অনেককিছু ভাগাভাগি করেছেন অনুষ্ঠানটিতে।

রাফি হোসেন বলেন, “রঙিন পাতা এখন আলোচিত একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে শম্পা রেজার সঙ্গে আড্ডা দিয়ে অনেক ভালো লেগেছে। এছাড়া, সাংবাদিকতা নিয়ে অনেক কথা হয়েছে।”

শম্পা রেজা বলেন, “প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে রাফি হোসেনের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব। এমন একটা অনুষ্ঠানে দুজন আড্ডা দিতে পেরে ভালো লেগেছে।”

‘রঙিন পাতা’ অনুষ্ঠানের প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা বলেন, “দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। আমাদের ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি সেসব বিষয় নিয়েই।”