দেশে প্রথম ‘গোল্ডেন প্লে বাটন’ পেল সিডি চয়েস

By স্টার অনলাইন রিপোর্ট
26 July 2018, 10:57 AM
UPDATED 26 July 2018, 17:33 PM

বাংলাদেশের কোন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান প্রথমবারের মতো ‘গোল্ডেন প্লে বাটন’ পেল। সম্প্রতি, ইউটিউব কর্তৃপক্ষ অডিও প্রতিষ্ঠান সিডি চয়েসের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন।

প্রতিষ্ঠানটির কর্ণধার জহিরুল ইসলাম সোহেল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কিছু ভালো লাগার অনুভূতি প্রকাশ করার ভাষা থাকে না। ‘গোল্ডেন প্লে বাটন’ আমার জন্য, দেশের জন্য একটা অর্জন বলা যায়।”

এই অর্জনকে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর জন্যও অনেক অনুপ্রেরণার উল্লেখ করে তিনি আরও বলেন, “ইউটিউবে মিলিয়ন সাবস্ক্রাইবার পার হওয়ার পর এটি পেলাম। এটি আমার জীবনের অন্যতম বড় একটি প্রাপ্তি।”

দর্শক-শ্রোতা, শিল্পী, গীতিকার, সুরকার, বিনোদন সাংবাদিকসহ যারা প্রতিষ্ঠানের পাশে আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান সোহেল।

বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার ১৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।