কাজী শুভ: কয়েদি নম্বর ১০০
কণ্ঠশিল্পী ও অভিনেতা কাজী শুভ। ছবি: সংগৃহীত
কপিরাইট আইন অমান্য করার জন্য জেলে যেতে হয়েছে কন্ঠশিল্পী কাজী শুভকে। তবে সেটা বাস্তবে নয় একটি ধারাবাহিক নাটকে।
আসছে ঈদে বৈশাখী টেলিভিশনের সাত পর্বের ধারাবাহিক ‘লাল দালান’ নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে তাকে। কাজী শুভ নামেই অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান।
নাটকে অভিনয় প্রসঙ্গে ‘সোনাবউ’-খ্যাত কন্ঠশিল্পী কাজী শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এবারই প্রথম কোন নাটকে অভিনয় করলাম। এর আগে অনেকেই নাটকে অভিনয় করতে বলেছেন কিন্তু করা হয়নি। এবার নাটকের গল্প, চরিত্র পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছি।”
“জেলখানা এবং কয়েদিদের গল্প নিয়ে নাটকটি করা হয়েছে। গানের বাইরে নিজেকে একটু দেখার ইচ্ছা থেকেই নাটকটিতে অভিনয় করা,” যোগ করেন শুভ।