পিছিয়ে গেলো প্রিয়াঙ্কার ‘কাউবয়’ প্রকল্প

By স্টার অনলাইন রিপোর্ট
8 August 2018, 10:29 AM
UPDATED 8 August 2018, 16:36 PM

যে কারণে তিনি ‘ভারত’ ছাড়লেন, সেই কারণটিকে ঘিরেই সৃষ্টি হয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নতুন খবর। সম্প্রতি, ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল যে সাবেক বিশ্বসুন্দরী হলিউডে নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন।

আজ (৮ আগস্ট) সেই ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রিয়াঙ্কা চোপড়ার বহুল প্রত্যাশিত হলিউড মুভি ‘কাউবয় নিনজা ভাইকিং’ প্রকল্পটি পিছিয়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইউনির্ভারসাল পিকচার্স তাদের নতুন ছবি ‘কাউবয়’-এর শুটিং এখনই শুরু করছে না। তবে সেই প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার কাজ চলছে।

ছবিটির প্রযোজনা শিডিউল চূড়ান্ত হওয়ার পর এর দিন-তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

এর আগের প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, ‘কাউবয়’ ছবিটির কাজ শুরু হবে আগামী বছরের ২৮ জুন।

উল্লেখ্য, হলিউড অভিনেতা ক্রিস প্র্যাটের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া ‘কাউবয় নিনজা ভাইকিং’-এ অভিনয় করবেন বলেই সালমান খানের সঙ্গে তার ‘ভারত’-এ অভিনয় করা হচ্ছে না। চুক্তিবদ্ধ হওয়ার পরও সেই ছবি থেকে সরে আসার কারণে বলিউডে বেশ হইচই পড়েছিলো। সালমানের ক্ষোভের মুখেও পড়েছিলেন ‘বাজিরাও মাস্তানি’-র অভিনেত্রী।

আরও পড়ুন:

আমরা তো প্রিয়াঙ্কাকে আটকাতাম না: সালমান খান

‘ভারত’-এ আসছেন ক্যাটরিনা কাইফ!