নায়করাজের সাজে আরজু

By স্টার অনলাইন রিপোর্ট
9 August 2018, 07:31 AM
UPDATED 9 August 2018, 13:35 PM

‘শর্ত’ ছবির নায়করাজ রাজ্জাকের মতো নিজেকে সাজিয়ে একটি গানে মডেল হয়েছেন নায়ক আরজু। এবারই প্রথম কোন মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি।

নায়করাজের সেই সাজে আরজুকে দেখা যাবে রুকসানা রূপসার গাওয়া ‘মায়া বাড়াইছে’ গানটিতে। গানটির কথা ও সুর কে জিয়া এবং সংগীতায়োজনে রয়েছেন ইবনে রাজন।

আরজু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানটির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। ‘শর্ত’ ছবিতে আমার অনেক প্রিয় রাজ্জাক স্যারের চরিত্রটির সাজে আমাকে এই গানটিতে দেখা যাবে।”

“সুন্দর একটা গল্প রয়েছে গানটিতে। একজন ডাক হরকরার প্রেম, বিরহ নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিওটি। মাহিন অনেক সুন্দর করে বানিয়েছে এটি। আশা করি তা সবার ভালো লাগবে।”

ধ্রুবমিউজিক স্টেশন থেকে গানটি আজ (৯ আগস্ট) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।