এবার ঈদে কী করছেন অপু বিশ্বাস

By স্টার অনলাইন রিপোর্ট
16 August 2018, 06:59 AM
UPDATED 16 August 2018, 13:05 PM

ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস প্রতি ঈদের মতো থাকছেন এবারের ঈদেও। গেলো ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘পাঙ্কু জামাই’ নামের সিনেমা। তবে এবারের ঈদে বড় পর্দায় না থাকলেও তিনি থাকছেন ছোট পর্দায়।

‘উৎসব আনন্দে প্রিয় মুখের সাথে’ নামের একটি ঈদ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অপু বিশ্বাস। এতে আরও থাকবেন ফেরদৌস, নিপুণ ও নিরব। অনুষ্ঠানে তারকাদের শৈশব, এখনকার ঈদ এবং সিনেমা ক্যারিয়ার নিয়ে আলোচনা করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মৌটুসি বিশ্বাস। এটি প্রচারিত হবে বাংলাভিশনে ঈদের দিন বিকাল পাঁচটায়।