আমির খানের পরবর্তী সিনেমা কি?

By স্টার অনলাইন রিপোর্ট
20 August 2018, 09:37 AM
UPDATED 20 August 2018, 15:42 PM

বিগ বি অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ এবং ফাতিমা সানা শেখকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির খান। এই ব্যস্ততা ‘থাগস অব হিন্দুস্তান’-এর শুটিং নিয়ে। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৭ নভেম্বরে। কিন্তু, এরই মধ্যে খবর বেরিয়েছে- কী হতে যাচ্ছে আমিরের পরবর্তী সিনেমা?

খবরে প্রকাশ, হলিউডের একটি সিনেমার রিমেক হতে যাচ্ছে আমিরের পরবর্তী প্রকল্প। প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত সেই ছবিটি নিয়ে কথা চলছে আমিরের। তবে ‘থাগস অব হিন্দুস্তান’-এর মুক্তির পর সেই বিষয়টি চূড়ান্ত হতে যাচ্ছে।

‘দঙ্গল’ অভিনেতার এক ঘনিষ্ঠসূত্র ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ-কে বলেন, “প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত হলিউডের একটি সিনেমার বিষয়ে আগ্রহ রয়েছে আমিরের। কিন্তু, সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে মুখ খুলতে নারাজ। সিনেমাটির নামও বলতে চাচ্ছেন না তিনি। বর্তমানে ছবিটির রিমেকের স্বত্ব নিয়ে আলোচনা চলছে। তাই সবকিছু চূড়ান্ত হলে তখনই এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

এর আগে খবর বেরিয়েছিল, ‘কাপুর অ্যান্ড সানস’ পরিচালক শাকুন বাটরার ‘অশো আকা ভগবান রজনীশ’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আমির। কিন্তু, সূত্রটির মতে, সেই প্রকল্পটি এখন থেমে আছে। “আমিরের পরামর্শ অনুযায়ী ‘ভগবান রজনীশ’ ছবিটির চিত্রনাট্য নিয়ে নতুন করে কাজ করা হচ্ছে। কেননা, চিত্রনাট্যের কিছু অংশ নিয়ে আমিরের মতভেদ রয়েছে।”

এদিকে, অপর একটি গণমাধ্যম ‘জুম’ জানায়, আমিরের নতুন প্রকল্প হতে যাচ্ছে ১৯৯০ দশকে টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের একটি ছবির ভারতীয় রিমেক। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস