চীনের আগ্রহ আমিরের ‘মহাভারত’

By স্টার অনলাইন রিপোর্ট
30 August 2018, 11:36 AM
UPDATED 30 August 2018, 17:46 PM

‘মহাভারত’-এর একটি সংক্ষিপ্ত সংস্করণ হাতে বলিউডের শীর্ষ তারকা আমির খানকে সম্প্রতি দেখা গিয়েছিলো একটি বিমানবন্দরে। তাতে বোঝা যায়, বিষয়টি নিয়ে বেশ আগ্রহী তিনি। এই প্রকল্পটি নিয়ে তার হোমওয়ার্কের একটা প্রমাণও মিললো এতে।

এদিকে, ভারতীয় গণমাধ্যম জানায়, আমিরের ‘মহাভারত’-এর সহ-প্রযোজক হতে আগ্রহী চীনের একটি প্রতিষ্ঠান। কেননা, মিস্টার পারফেক্টশনিস্টের ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ বেশ নাম কুড়িয়েছে মহাপ্রাচীরের দেশটিতে।

চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞের বরাত দিয়ে ডেকান ক্রনিকল জানায়, মহাভারতের গল্পগুলো চীনের দর্শকদেরও অনেক আনন্দ দিবে বলে আশা করা যায়। ভারতের বেশ কয়েকটি প্রযোজনা সংস্থা ইতোমধ্যে চীনের বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথ কাজের জন্যে চুক্তি করেছে। কিন্তু, বলুনতো এ বিষয়ে আমিরের চেয়ে যোগ্য ব্যক্তি ভারতে আর কে রয়েছেন?

সংবাদমাধ্যমটির মতে, যদি বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশের দর্শকরা ‘মহাভারত’ দেখতে চান তাহলে সেটিইতো হবে বহু কোটি ডলারের একটি প্রকল্প!