স্বস্তিতে সালমান খান

By স্টার অনলাইন রিপোর্ট
6 September 2018, 07:14 AM
UPDATED 6 September 2018, 13:23 PM

হঠাৎ যেন স্বস্তির সুবাতাস পেলেন বিভিন্ন জটিলতায় জড়িয়ে থাকা বলিউড অভিনেতা সালমান খান। আর সেটি যদি আসে আদালত থেকে তাহলে তো খুশির সীমা নেই।

তেমনি একটি খুশির খবর এলো মুম্বাইয়ের মুভিপাড়ায়। পেশাগত কাজে সাল্লুভাইকে প্রায় সময়ই দেশের বাইরে যেতে হয়। কিন্তু, সে জন্যে প্রয়োজন হয় আদালতের আদেশের। তবে এখন থেকে তা আর লাগবে না।

সালমানের আইনজীবী এইচ এম সরস্বত বলেন, “বিদেশে যেতে হলে ‘এক থা টাইগার’-অভিনেতাকে প্রতিবারই আদালতের অনুমতি নিতে হয়। এখন থেকে তা আর প্রয়োজন হবে না।”

“তবে সালমান খান কখন কোন দেশে যাচ্ছেন, কোথায় থাকছেন এবং কী খাচ্ছেন- সেসব বিষয়ে আদালতকে সবসময়ই অবহিত করতে হবে,” উল্লেখ করে সরস্বত বলেন, “দায়রা আদালতের বিচারক চন্দ্র কুমার সংগারা আজ এই রায় দিয়েছেন।”

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া