এলোমেলো জীবনে আমির খান

By স্টার অনলাইন রিপোর্ট
9 September 2018, 08:44 AM
UPDATED 9 September 2018, 14:48 PM

‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে বেশ খ্যাতি রয়েছে বলিউড অভিনেতা আমির খানের। কিন্তু, বাস্তবে এটি সত্য নয় বলে দাবি করেছেন ‘দঙ্গল’ অভিনেতা নিজেই।

“আমার জীবনের দিনগুলো বেশ এলোমেলো। কোনকিছুরই ঠিক থাকে না। কখন কার সঙ্গে মিটিং থাকে তাও ভুলে যাই। আবার কারো সঙ্গে হয়তো মিটিংয়ে বসেছি কিন্তু সময় যে কোথা থেকে চলে যাচ্ছে সে খেয়ালটিও থাকে না”- এ কথাগুলো আমির খান বলেছেন ভারতীয় গণমাধ্যমকে।

আজ (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ডেকান ক্রনিকল জানায়, বিভিন্ন অনিয়মের মধ্যেই কাটে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর জীবন। যা সাধারণত হওয়ার কথা নয়, তাই ঘটান তিনি। সময়ের কোন হিসাব থাকে না আমিরের।

“নিখুঁত, বড় নায়ক- ইত্যাদি যেসব বিশেষণই আপনারা আমাকে দেন না কেনো আমি স্বীকার করছি যে আমি এখনো শিখছি। চলচ্চিত্র, সত্যমেভ বা পানি ফাউন্ডেশন- এসবের মধ্য দিয়েই আমি প্রতিদিন শেখছি। আমি একজন শিক্ষার্থী ছাড়া আর কিছুই নই।”

তবে নিজের এলোমেলো জীবন নিয়ে কোনো আমিরের কোনো আক্ষেপ রয়েছে কী না সে কথা জানা যায়নি প্রতিবেদনটিতে।