‘দাবাং ৩’ মুক্তির তারিখ ঘোষণা দিলেন সালমান খান

By স্টার অনলাইন রিপোর্ট
11 September 2018, 08:23 AM
UPDATED 11 September 2018, 14:28 PM

সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খান ঘোষণা দিয়েছিলেন যে তিনি তার ভাই আরবাজ খান প্রযোজিত ‘দাবাং ৩’ এর কাজ শুরু করতে যাচ্ছেন। বলেছিলেন, পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ শেষ করেই তিনি এ কাজে হাত দিবেন। এবার তিনি ঘোষণা দিলেন ছবিটি মুক্তির তারিখ।

আজ (১১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল ‘দাবাং’-মুক্তির আট বছর পূর্তি উপলক্ষে সালমান খান ও সোনাক্ষী সিনহা জানান আগামী বছরেই আসছে অ্যাকশন মুভিটির তৃতীয় কিস্তি।

ভক্তদের সারপ্রাইজ দিয়ে সাল্লুভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে ‘দাবাং ৩’ এর শুটিং শিগগির শুরু হতে যাচ্ছে। তিনি আরও জানান, ‘দাবাং’ সিরিজের দুটি কিস্তি অভিনব কাশ্যপ ও আরবাজ খান পরিচালনা করলেও তৃতীয় কিস্তি পরিচালনা করবেন প্রভুদেব।

উল্লেখ্য, ২০১০ সালের সেপ্টেম্বরে ‘দাবাং’ মুক্তি পাওয়ার দুই বছর পর আসে সিরিজের দ্বিতীয় পর্ব। কিন্তু, এরপর ছয়টি বছর কেটে গেলেও দেখা যায়নি রাজ্জো আর চুলবুল পান্ডের চেহারা। তাই, ২০১৯ সালে ‘দাবাং ৩’ মুক্তির ঘোষণা দিয়ে ভাইজান যেন আশ্বস্ত করলেন ভক্তদের।