দীপিকার বিয়েতে ম্যাডোনা, এলটন জন?

By স্টার অনলাইন রিপোর্ট
12 September 2018, 10:36 AM
UPDATED 12 September 2018, 16:48 PM

ভারতীয় অভিনয়তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের বিষয়ে যখন পুরোপুরি নিশ্চিত তথ্যই পাচ্ছেন না বলিউড ভক্তরা, এমন এক পরিস্থিতিতে খবর আসছে কারা কারা উপস্থিত থাকতে পারেন জনপ্রিয় এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে।

বিনোদন ওয়েবসাইট বলিউড হাঙ্গামার বরাত দিয়ে আজ (১২ সেপ্টেম্বর) টাইমসনাউনিউজডটকম জানায়, আগামী নভেম্বরে ইতালিতে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রিয় বলিউড তারকা জুটি দীপিকা-রণবীরের বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে কিংবদন্তী সংগীতশিল্পী ম্যাডোনা এবং এলটন জনকে।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আগামী ১২ নভেম্বর উত্তর ইতালির লেক কামোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাজিরাও মাস্তানি’ তারকাদের বিয়ের অনুষ্ঠান। তবে তারকাদের পক্ষ থেকে এটি নিশ্চিত বা অস্বীকার কিছুই করা হয়নি।

এছাড়াও, খবরে বলা হয়েছিলো: দীপিকা-রণবীরের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন নিয়ে না আসতে অনুরোধ করা হয়েছে। সেসব খবরে বলা হয়েছিলো খুব কম সংখ্যক অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠানে। এখন জানা যাচ্ছে আমন্ত্রিতদের সেই তালিকায় রয়েছেন ম্যাডোনা এবং এলটন জনও।