‘মহাভারত’ নিয়ে মহাদুশ্চিন্তায় আমির খান!

By স্টার অনলাইন রিপোর্ট
16 September 2018, 11:22 AM
UPDATED 16 September 2018, 17:28 PM

যে ‘মহাভারত’ নিয়ে এতো আলোচনায় এসেছিলেন বলিউডের অন্যতম মহাতারকা আমির খান, সেটি নিয়েই তিনি এখন মহাদুশ্চিন্তায়। এই প্রকল্পটি শেষমেশ ভেস্তে যায় কী না সেই প্রশ্নই এখন উঠেছে মুম্বাইয়ের মুভিপাড়ায়।

এ বছরের শুরুর দিকে ‘মহাভারত’ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ‘দঙ্গল’ তারকা। চলচ্চিত্রটিতে ভারতের শীর্ষ অভিনয়শিল্পীদের অন্তর্ভূক্ত হওয়ার কথাও প্রকাশিত হয় দেশটির সংবাদমাধ্যমগুলোতে। বিগ বাজেটের এই প্রকল্পে সহযোগিতার আশ্বাসও আসে প্রতিবেশী চীন থেকে।

তবে ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে আজ (১৬ সেপ্টেম্বর) ডেকান ক্রনিকলের এক খবরে বলা হয়, আমরা জেনেছিলাম- ‘মহাভারত’ নিয়ে কাজ করার বিষয়ে মত বদলাচ্ছেন আমির। কিছু নতুন মুখ নিয়ে একটি ওয়েব সিরিজ বানানোর কথা ভাবছেন তিনি। কিন্তু, এখন যা জানতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে পুরো প্রকল্পটিই ভেস্তে যাওয়ার উপক্রম।

সূত্র জানায়, “প্রকল্পটির ভালো-মন্দ দিকগুলো বিবেচনা করে আমির সিদ্ধান্ত নিয়েছেন ‘মহাভারত’ নিয়ে তিনি চলচ্চিত্র বা ওয়েব সিরিজ কোনোটাই বানাবেন না। কেননা, এ নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, এই প্রকল্পটি আর্থিকভাবে লাভজনক নাও হতে পারে।”

সূত্র মতে, এখন পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে মনে হচ্ছে আগামী পাঁচ বছর আমির এই বিষয়টি নিয়ে এগোবেন না। তবে ভিন্ন মত বলছে, ‘মহাভারত’ নিয়ে আমিরের এমন দোলাচলে আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছিলো। আসলে তিনি এ বিষয়টি নিয়ে রয়েছেন মহাদুশ্চিন্তায়।