শাহরুখের ঘরে ‘হিপ্পি’ পাঠালেন পাওলো কোয়েলহো

By স্টার অনলাইন রিপোর্ট
16 September 2018, 12:03 PM
UPDATED 16 September 2018, 18:10 PM

কোটি কোটি পাঠকের প্রিয় ‘দ্য আলকেমিস্ট’ উপন্যাসের খ্যাতি রয়েছে বিশ্বের অন্যতম বহুল অনুদিত বই হওয়ার। ব্রাজিলিয়ান এই লেখক পাওলো কোয়েলহো তাই সারা দুনিয়াতেই প্রভাবশালী লেখকদের একজন। আর তার লাখো ভক্তের একজন বলিউড বাদশাহ শাহরুখ খান।

সম্প্রতি, প্রিয় শাহরুখকে কোয়েলহো পাঠালেন তার নতুন আত্মজৈবনিক উপন্যাস ‘হিপ্পি’-র ভারতীয় সংস্করণের একটি সংখ্যা। লেখকের সই করা বই পেয়ে শাহরুখ যারপর নাই খুশি।

গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বইটির প্রচ্ছদ ও ‘দিল তো পাগল হ্যায়’ তারকার প্রতি শুভেচ্ছামূলক লেখার ছবি দিয়ে কোয়েলহো জানান, ‘হিপ্পি’-র ভারতীয় সংস্করণের প্রথম কপি সইসহ যাচ্ছে এসআরকে-র কাছে।

পরদিন, এক টুইটার বার্তায় এসআরকে জানান তার মহানন্দের কথা। কোয়েলহোর দেওয়া ছবি দুটি শেয়ার করে তিনি লিখেন, “ভেবেছিলাম দিনটি কাজের মধ্যেই কাটাবো। এখন, সব বাদ। কারণ ‘হিপ্পি’ ঘরে এসেছে!!! ধন্যবাদ বন্ধু- এমন চমৎকার উপহার দেওয়ার জন্যে।…”

বইটি পড়ার এবং আগের বইগুলোর মতো এখান থেকেও শিক্ষা নেওয়ার কথা টুইটারে উল্লেখ করেন বলিউড এই মহাতারকা।

[twitter]


[/twitter]