সর্বকালের সেরা ঠগ!

By স্টার অনলাইন রিপোর্ট
18 September 2018, 07:13 AM
UPDATED 18 September 2018, 13:22 PM

ওপরের ছবিটি দেখে তো সহজেই চেনা যাচ্ছে ব্যক্তিটি কে। হ্যাঁ, তিনি ‘সর্বকালের সেরা ঠগ!’ তাকে এভাবেই পরিচয় করে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান।

যে ব্যক্তিকে বলিউড ভক্তরা শাহেনশাহ বলে মানেন তাকেই কী না এক টুইটার বার্তায় এমন অভিধা দিলেন সহশিল্পী আমির। আজ (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ যুক্ত করে ‘দঙ্গল’ অভিনেতা লিখেন, “দ্য বিগেস্ট থাগ অব অল!!!”

সেই ক্লিপে শাহেনশাহ অমিতাভ বচ্চনকে দেখা যায় ঠগদের বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে। আসলে এটি ‘থাগস অব হিন্দোস্তান’ চলচ্চিত্রের একটি প্রমোশনাল। আগামী ৮ নভেম্বর মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি বলিউডে বেশ আলোচনায় রয়েছে।

বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দোস্তান’-এ বিগ বি ছাড়া আরও অভিনয় করেছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ।