‘লাভ ইউ সালমান’, বললেন আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
18 September 2018, 09:33 AM
UPDATED 18 September 2018, 15:40 PM

সালমান শাহ অভিনীত সবগুলো সিনেমার নাম ব্যবহার করে ‘লাভ ইউ সালমান শাহ’ শিরোনামের একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী আগুন।

আগামীকাল (১৯ সেপ্টেম্বর) সালমান শাহ’র জন্মদিনে প্রকাশিত হবে গানটি।

গানটি সুর করেছেন মুরাদ নূর এবং এটি যৌথভাবে লিখেছেন নীহার আহমেদ ও নবাব আমিন। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

আগুন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের দুজনার ক্যারিয়ার একই সময়ে তৈরি হয়েছিল। একে অপরের পরিপূরক ছিলাম আমরা।”

“মুরাদ নূর তার পরিকল্পনা আমার সঙ্গে ভাগাভাগি করলে বেশ আবেগী হয়ে পড়ি। একটা দায়বদ্ধতা থেকেই তখন কাজটি করেছি। শুধু সালমান অভিনীত সিনেমার নামগুলো নিয়ে গান বানানো সহজ বিষয় ছিলো না। সেটাই করেছেন তারা,” যোগ করেন সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের প্লেব্যাক শিল্পী।

তার আশা, “এভাবেই আমাদের অন্তরে বেঁচে থাকুক সালমান।”