দ্বিতীয় ইনিংসে ইমরান খান

By স্টার অনলাইন রিপোর্ট
23 September 2018, 10:40 AM
UPDATED 23 September 2018, 16:43 PM

অভিনেতা হিসেবে ইমরান খান জনপ্রিয় তার বলিউড ভক্তদের কাছে। একজন শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় করেছিলেন সুপার-ডুপার হিট ‘কিয়ামত সে কিয়ামত তক’ ছবিতে। এরপর, তার সাফল্যের মুকুটে যোগ হয়েছে ‘দিল্লি বেলি’ ও ‘মেরি ব্রাদার কি দুলহান’-এর পালক। কিন্তু, প্রায় আধা যুগেরও বেশি সময় তাকে দেখা যায়নি বড় পর্দায়।

যদি অভিনয়কে ইমরানের প্রথম ইনিংস ধরা যায়, তাহলে এখন তিনি পা রাখছেন দ্বিতীয় ইনিংসে। সম্প্রতি, তিনি পরিচালনা করেছেন ‘মিশন মারস’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র। এবার প্রস্তুতি নিচ্ছেন একটি পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র বানানোর।

কিন্তু, নতুন পরিচয়ে আর্বিভাবের বিষয়ে ইমরান নার্ভাস কিনা- এমন প্রশ্ন করা হলে তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তিনি মোটেও ভাবিত নন।

ইমরানের আরেকটি পরিচয় হলো: তিনি বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে। তাই অনেকে ভাবতে পারেন চলচ্চিত্রে তার সব প্রচেষ্ঠাতেই রয়েছে মামার হাত। এমনকি, অনেকে তাকে প্রশ্নও করেছেন, মামু আমিরকে নিয়ে কোনো সিনেমা বানাচ্ছেন কিনা। এ বিষয়ে ‘আই হেট লাভ স্টোরিস’-অভিনেতা বলেন, “একজন পরিচালক হিসেবে আমি খুবই নতুন। তাই আমিরের মতো এতো বড় মাপের অভিনেতাকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা এখনই করছি না।”

তাহলে পরিকল্পনাটা কি?- এমন প্রশ্নের জবাবে ইমরান জানান, “আমি একটি ভালো ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চাই। কিন্তু, সেই সুযোগ আমাকে কেউ দিবেন না। আমার নিজেকেই তা করে নিতে হবে।”

“এছাড়াও, আমি যে বেশ কয়েক বছর বড় পর্দা থেকে দূরে ছিলাম তা আমার কাছে কোনো দুর্ভাবনার বিষয় না,” যোগ করেন এই অভিনেতা-পরিচালক।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকল