হাবিবের ‘অবুঝপনা’

By স্টার অনলাইন রিপোর্ট
2 October 2018, 07:00 AM
UPDATED 2 October 2018, 13:08 PM

প্রকাশিত হয়েছে হাবিব ওয়াহিদের নতুন গান ‘অবুঝপনা’। গানটি গাওয়ার পাশাপাশি এর ভিডিওচিত্রে অংশ নিয়েছেন তিনি।

সুহৃদ সুফিয়ানের লেখায় গানটির সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই। নাফিস রাশিদের পরিচালনায় ‘অবুঝপনা’ গানের দৃশ্যধারণ করা হয়েছে কানাডাতে।

হাবিব ওয়াহিদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন এই ‘অবুঝপনা’ গানটি কানাডায় শুটিং করা হয়েছে। গানে আমার মডেল ছিলেন ফারিয়া নুজহাত। গানটির স্ক্রিপ্ট, সিনেমাটোগ্রাফি ও নির্মাণে অনেক মুন্সিয়ানা দেখিয়েছে নাফিস রাশিদ। আশা রাখি, এটি শ্রোতাদের ভালো লাগবে।”

গানের ভিডিওটি হাবিব ওয়াহিদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।