দীপিকা এখন ‘গ্লোবাল বিউটি স্টার’

By স্টার অনলাইন রিপোর্ট
7 October 2018, 12:58 PM
UPDATED 7 October 2018, 19:04 PM

বলিউডের রানি হিসেবে খ্যাত দীপিকা পাড়ুকোনের হাতে উঠলো চলতি বছরের ইলি সৌন্দর্য পুরস্কার। ‘গ্লোবাল বিউটি স্টার’ শিরোনামের এই পুরস্কারটি দীপিকার ঝুলিতে আসায় আন্তর্জাতিক অঙ্গণে তার জনপ্রিয়তার কথাই যেনো আবারও প্রমাণিত হলো।

আজ (৭ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানায়, গতকাল মুম্বাইয়ে ইলি বিউটি অ্যাওয়ার্ড বিতরণের অনুষ্ঠানে সম্মানিত করা হয় ‘চেন্নাই এক্সপ্রেস’-অভিনেত্রীকে। অনুষ্ঠান মঞ্চে তিনি আসেন গৌরী এবং নাইনিকারের ডিজাইন করা একটি রূপালি রংয়ের গাউন পরে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ বছরটা অনেক সুন্দরভাবে শুরু করেছেন অভিনেত্রী দীপিকা। বিখ্যাত টাইম ম্যাগাজিন তাকে রেখেছে বছরের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায়। এছাড়াও, বছরের শুরুতে মুক্তি পায় তার বিখ্যাত ‘পদ্মাবত’ ছবিটি।

আর ধারণা করা যাচ্ছে বছরটি তিনি শেষ করবেন প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের মাধ্যমে।