‘মায়া’-য় মমতাজের ‘ডালিম গাছ’

By স্টার অনলাইন রিপোর্ট
9 October 2018, 10:00 AM
UPDATED 9 October 2018, 16:04 PM

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক ড. মাসুদ পথিকের নতুন সিনেমা ‘মায়া-দ্য লাস্ট মাদার’। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবির একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন মমতাজ।

মাসুদ পথিকের লেখা ‘ডালিম গাছ’ নামের গানটির সুর করেছেন প্লাবন কোরেশী ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানের কথা হলো- ‘বাড়ির ওই পূর্বধারে একটা ডালিম গাছ, বুকের ভেতর গোপন বাসা দুইটা পাখির বাস।’

পরিচালক মাসুদ পথিক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মমতাজ আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। মাটি ও মানুষের গান তার কণ্ঠে যেন মধু হয়ে ঝরে। আমার ছবির ‘ডালিম গাছ’ গানটি তিনি চমৎকার করে গেয়েছেন।”

মমতাজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “খুব চমৎকার একটি বিষয় নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক। তার লেখা ‘ডালিম গাছ’ গানটিও বেশ সুন্দর। প্রেম, আদর, বিরহ মেশানো গানটি গেয়ে ভালো লেগেছে।”

‘মায়া-দ্য লাস্ট মাদার’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার মুমতাজ সরকার ও জ্যোতিকা জ্যোতি। এতে আরও অভিনয় করেছেন প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, কবি আসলাম সানী, ড. শাহাদত হোসেন নিপু, কবি কামাল চৌধুরীসহ অনেকেই।