পূজায় অনিন্দিতা রায়ের রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ

By স্টার অনলাইন রিপোর্ট
11 October 2018, 10:50 AM
UPDATED 11 October 2018, 16:53 PM

আসছে পূজায় অনিন্দিতা রায়ের রবীন্দ্রসংগীতের প্রথম একক অ্যালবাম ‘হৃদয় আকাশে’ প্রকাশিত হয়েছে।

রবীন্দ্রসংগীতের বিভিন্ন পর্যায় থেকে বাছাই করা ১০টি গান নিয়ে এই অডিও অ্যালবামটি সাজানো হয়েছে, যার যন্ত্রসংযোজনায় রয়েছেন দুর্বাদল চট্টপাধ্যায়।

গানওয়ালা’র ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। আধুনিক মেজাজে গাওয়া গানগুলো শ্রোতাদের মন জয় করবে বলে আশা করেন অনিন্দিতা।

রেডিও ও টেলিভিশনের নিয়মিত এই শিল্পী রবীন্দ্রসংগীতের পাশাপাশি তার ইউটিউব চ্যানেলে আধুনিক, গজল ও হিন্দি গান গেয়ে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রোতাদের কথা বিবেচনা করে দুটি গানের ভিডিও থাকছে তার ইউটিউব চ্যানেলে।